জিজ্ঞাসা

মুসলিমবিয়ে ডটকম কী? এটি কিভাবে কাজ করে?
এটি একটি বাংলাদেশী ইসলামিক ম্যাট্রিমনি ওয়েবসাইট। এখানে উপজেলাভিত্তিক জেনারেল ও দ্বীনদার সকল মুসলিম পাত্র-পাত্রীদের বায়োডাটা খোঁজা ও অভিভাবকদের সাথে সরাসরি যোগাযোগ করা যায়। একই সাথে বিনামূল্যে বায়োডাটা তৈরি করে জমা দিতে পারবেন।
বায়োডাটা জমা দিতে কত টাকা লাগে?
মুসলিমবিয়েতে সম্পূর্ণ বিনামূল্যে বায়োডাটা জমা দেয়া যায়।
এই ওয়েবসাইট কি সবার জন্য উন্মুক্ত?
জ্বি , এই ওয়েবসাইট জেনারেল ও দ্বীনদার সকল মুসলিম পাত্র-পাত্রীর জন্য উন্মুক্ত।
বায়োডাটা তৈরি করার কোনো বিশেষ শর্ত আছে?

আমাদের ওয়েবসাইটে বায়োডাটা নূন্যতম আবশ্যকতা নিম্নরূপ-

 

জেনারেল-

১/ সকল মুসলিম পাত্র-পাত্রীর জন্য উন্মুক্ত

 

দ্বীনদার জেনারেল, আলেম-আলেমা-

 

পুরুষ-

১/ ৫ ওয়াক্ত নামাযী হতে হবে।

২/ ওয়াজিব দাড়ি সুন্নতি পদ্ধতিতে বড় থাকতে হবে।

৩/ টাখনুর উপর কাপড় পরতে হবে।

৪/ অভিভাবকের অনুমতি।

 

নারী-

১/ ৫ ওয়াক্ত নামাযী হতে হবে।

২/ “নিকাব” সহ ফরজ পর্দানশীন হতে হবে।

৩/ অভিভাবকের অনুমতি।

মুসলিমবিয়ে বায়োডাটা জমা দিলে আমার তথ্য কতটুকু গোপন থাকবে? কতটুকু প্রকাশিত হবে?

আপনার বায়োডাটা এপ্রুভ করা হলে আপনার ও আপনার পিতা-মাতার নাম, মোবাইল নাম্বার এবং ইমেইল এড্রেস গোপন রাখা হবে। বাকি সকল তথ্য সাধারণ ইউজাররা দেখতে পারবে। অর্থাৎ সাধারণ ইউজাররা আপনার বায়োডাটা পড়তে পারবে কিন্ত আপনার পরিচয় জানতে পারবে না।

যদি কেউ বিয়ের জন্য যোগাযোগ করতে আগ্রহী হয় তাহলে কানেকশন ব্যবহার করে আপনার নাম, অভিভাবকের মোবাইল নাম্বার ও ইমেইল এড্রেস দেখতে পারবে এবং বিয়ের জন্য যোগাযোগ করতে পারবে। বিস্তারিত জানতে Privacy Policy পড়ুন।

আমার একটি বায়োডাটা পছন্দ হয়েছে, আমি কি সরাসরি সেই পাত্র/পাত্রীর সাথে যোগাযোগ করতে পারবো?
মুসলিমবিয়েতে সরাসরি পাত্র/পাত্রীর মাঝে যোগাযোগ করাকে সমর্থন করে না। শুধুমাত্র পাত্র/পাত্রীর অভিভাবকের সাথেই যোগাযোগ করতে পারবেন।
আমার অভিভাবক আমার বিয়েতে রাজি নয়, আমি কি বায়োডাটা জমা দিতে পারবো?
আমাদের ওয়েবসাইটে বায়োডাটা তৈরি করতে হলে অবশ্যই পাত্র/পাত্রীর অভিভাবকের অনুমতি নিয়ে জমা দিতে হবে। অন্যথায় বায়োডাটা এপ্রুভ করা হয় না।
বায়োডাটা জমা দেয়ার পর বিয়ে হয়ে গেলে বা অন্য কারণে বায়োডাটা ডিলিট করতে পারবো?
হ্যাঁ, আপনার যখন ইচ্ছা তখন বায়োডাটা ডিলিট করতে পারবেন।
মুসলিমবিয়ে মাধ্যমে বিয়ে করলে বিবাহ পরবর্তী কোনো সার্ভিস চার্জ পরিশোধ করতে হয়?
না। মুসলিমবিয়ে'র মাধ্যমে বিয়ে করলে কোনো প্রকার বিবাহ পরবর্তী চার্জ পরিশোধ করতে হয় না। আপনাদের দোয়া আমাদের পাথেয়।